এক নজরে
০১। সুনামগঞ্জ বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু:- ১৯৬৭ ইংরেজী (আবাসিক প্রকৌশলীর দপ্তর হিসাবে)
০২। আবাসিক প্রকৌশলীর দপ্তর হইতে নির্বাহী প্রকৌশলীর দপ্তরে উন্নিত:- ২০১৩ ইংরেজীতে।
০৩। সুনামগঞ্জ বিদ্যুৎ সরবরাহের অবস্থান:- পশ্চিম তেঘরিয়া, জেলা প্রশাসক ভবনের পশ্চিম পার্শ্বে।
০৪। বিদ্যুৎ সরবরাহের উৎস:- সুনামগঞ্জ132/33 কেভি উপকেন্দ্র হইতে (প্রায় ৫ কিঃমিঃ সোর্স লাইনের মাধ্যমে)।
০৫। বিদ্যুৎ চাহিদা:- গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদা:- ১৫ মেগা ওয়াট, শীত কালে ১০ মেগা ওয়াট।
০৬। 33/11 কেভি উপকেন্দ্রের সংখ্যা ও ক্ষমতা: ০২ (দুই) টি, 2×10/13.33এমভিএ ও 2×5/6.65এমভিএ ।
০৭। 33 কেভি ফিডারের সংখ্যা:- ০২ (দুই) টি, ।
০৮। 11 কেভি ফিডারের সংখ্যা:- ০৬ (ছয়) টি (বড়পাড়া, আমবাড়ী, বিটগঞ্জ, মল্লিকপুর, দিরাই ও থানা ফিডার)
০৯। ক) 33 কেভি লাইন:- ৫৫ কিলোমিটার খ) 11 কেভি লাইন:- 250 কিলোমিটার গ) 0.4 কেভি লাইন:- 350 কিলোমিটার।
১০। গ্রাহক সংখ্যা:- ক) এমটি-2= 9টি, খ) এমটি-5= 6টি, গ) এলটি-টি= 11টি, ঘ) এলটি-ই= 4408টি, এলটি-ডি-3= 53টি ঙ) এলটি-ডি-2= 113টি, চ) এলটি-ডি-1= 313টি, ছ) এলটি-সি-2= 30টি, জ) এলটি-সি-1= 277টি, ঝ) এলটি-বি= 11টি, ঞ) এলটি-এ= 24,336, সর্বমোট= 29566জন। (জুন/2022ইং এর এমওডি অনুযায়ী)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস